হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ গত দশই জুন রাতে বাংলাদেশে হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অদ্বৈত দেব আদিত্য ও সাধারণ সম্পাদক পংকজ সরকার লিখিত ভাবে এক বছরের জন্য কমিটির অনুমোদন প্রদান করে । নবীগঞ্জ হিন্দু মহাজোট কমিউনিটি ২৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি অমিয় দাশ (শাওন)।সহ – সভাপতি স্বপন সরকার, অমল দাশ, অসীম গৌস্বামী। সাধারন সম্পাদক দিগন্ত বিশ্বাস (কানাই)। যুগ্ন -সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাশ, আর এস মিশন, রতন দাশ। সাংগঠনিক সম্পাদক পোপীকান্ত সরকার। সহ- সাংগঠনিক সম্পাদক পংকজ দাশ, জয় দাশ তালুকদার, সাজু দাশ, পার্থ দাশ। প্রচার সম্পাদক সুপ্রনয় দাশ জুটন।
সহ-প্রচার সম্পাদক বিপ্র পাল (সনি), চয়ন মহালদার। দপ্তর সম্পাদক হরিপদ সরকার।সহ – দপ্তর সম্পাদক অমল দাশ। মহিলা বিষয়ক সম্পাদক সুমি দেব। সহ-মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা দাশ, শিল্পী দেব। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অভিনয় দাশ (অভি)। সহ – সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কীরণ আচার্য্যি, খোকন সরকার। অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু দাশ ।