আমির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ঝালকাঠি-২ আসনের এমপি, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু’র স্ত্রী মরহুমা ফিরোজা আমুর () তম মৃত্যু বার্ষিকি পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা আ’লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকাল দেড়টায় কুশাংগল ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ সংলগ্ন মাঠে মরহুমার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন। এসময় ইউপি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্যবর্গসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাদ আসর নলছিটি উপজেলা পরিষদ জামে মসজিদে যুবলীগের উদ্যোগে এবং একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রলীগ’র উদ্যোগে মরহুমার আত্নার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।