নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী সড়কের নান্দাইল চৌরাস্তা (উত্তর অংশে) বাজার সংলগ্ন স্থানে পাকা রাস্তার মোড় পর্যন্ত অবৈধ উপায়ে দোকান পাঠ নিমার্ণ করে জনগন ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন সড়ক দুঘর্টনা সহ যান জটের কারণে ব্যবাসায়িদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। অবৈধ দখলদারেরা সড়ক ও জনপথের জায়গা দখল করে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চৌরাস্তা বাজারের ২০জন ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপি’র মাধ্যমে চৌরাস্তা বাজারের উত্তর অংশ থেকে সকল অবৈধ স্থাপনা জরুরী উচ্ছেদ করে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখার জোরদাবী জানিয়েছেন। স্মারকলিপি’র অনুলিপি সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নান্দাইল চৌরাস্তা বাজারের উত্তর অংশে সওজের জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান পাঠ জনস্বার্থে এবং যানবাহন চলাচলের প্রয়োজনে অপসারনের ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সকল ব্যবসায়ীগন যথাযথ কর্তৃপক্ষ বরাবর জোরদাবী জানিয়েছেন।