ইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ।
শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের বিভিন্ন প্রাঙ্গণে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান (আরিফ) এর পক্ষ থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
এছাড়া গলাচিপা উপজেলা ও রাঙ্গাবালী উপজেলায় মোঃ তানভীর হাসান (আরিফ) এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।
এসময়ে তারা ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।
জেলা ছাত্রলীগ নেতা মোঃ হান্নান হোসেন হাওলাদার বলেন, বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান (আরিফ) এর পক্ষ থেকে আমারা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা হান্নান, এইস এম আরিফ, আব্দুল্লাহ আল আজমীর, তন্ময়, সজীব, রাকিব, ইব্রাহিম, মোহাম্মদ সাব্বির, গলাচিপা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়ত অন্তত, এনামুল, শাওন, আসিফ, মিরাজ, আয়ন, সামসু, লোকমান, লিমন, গোপাল, রোহান, রিফাত, অনিক প্রমুখ।