নিজস্ব প্রতিনিধি ঃ বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ০৪ নারী ও ০৬ খদ্দর সহ ১০ জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
গত ২৭ নভেম্বর দক্ষিণ পতেঙ্গা চরপাড়া সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃর আসামীরা হলঃ বিউটি দাশ(২০),জান্নাতুল ইসলাম(১৯),জোসনা বেগম প্রকাশ মনি(৩০),মিতু(১৯),লিজা আক্তার(১৮),সালমা আক্তার(২৫),মোঃ হাসান শেখ (৩২), মোঃ মিজান(২৮),মোঃ সোহেল(১৪),মোঃ হুমায়ুন(৩০)।
এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন বলেন, পর্যটন এলাকা হওয়ায় এখানে নানা শ্রেণী ও পেশার মানুষ বসবাস করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায় এবং যুব সমাজের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের অভিমান অব্যাহত থাকবে।