বিনোদন ডেস্কঃ পিজিতের সুরে গাইলেন দুই বাংলার সমরজিৎ রায় ।
এ প্রজন্মের তরুন কন্ঠশিল্পী পিজিত মহাজনের সুরে গাইলেন,দুই বাংলার জনপ্রিয় শিল্পী সমরজিৎ রায়।
গানের কথা লিখেছেন শেখ নজরুল।সংগীত আয়োজন করেছেন রিয়েল আশিক।
মিউজিক্যাল ফিল্মটি বানিয়েছেন পিজিত মহাজন।
ঈদ উপলক্ষে চাঁদ রাতে গান টি প্রকাশিত হয়েছে এইচ এম ভয়েসের ইউটিউব চ্যানেলে।