মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে এক গৃহবধুর সাথে পরকীয়া প্রেমিকের অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও ধারনের হুমকি দিয়ে ব্লাকমেইল করে গণধর্ষনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় গণধর্ষনে জড়িত থাকার অভিযোগে পুলিশ পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। ৩ জুন (বৃহষ্পতিবার) দুপুরে উপজেলার পাটগ্রাম গ্রাম থেকে ওই ৪ জনকে পুলিশ ধাওয়া করে গ্রেফতার করেছে। ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় রংপুর পুলিশের ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ কামরুজ্জামান (পিপিএম সেবা), থানার ওসি সরেস চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলা, এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে হাসান মিয়ার সাথে ৩ বছর আগে পার্শ্ববতী রায়পুর ইউনিয়নের পরশুরামপুর গ্রামের সাইফুল মিয়ার মেয়ে সেতু খাতুনের বিয়ে হয়। হাসান ও সেতুর সংসারে ২ বছরের এক কন্যা শিশু জন্ম নেয়। ওই গৃহবধুর সাথে প্রতিবেশী খালেক মিয়ার ছেলে রনি মিয়া (১৯) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সপ্তাহ খানেক আগে ওই গৃহবধুর সাথে রনি অনৈতিক সম্পর্ক করে। ওই অনৈতিক সম্পর্কের ভিডিও দৃশ্য মোবাইলে ধারন করা আছে মর্মে ৩ যুবক একই গ্রামের আগে ৩ যুবক মকবুল মিয়ার ছেলে আখতারুল (২৫), আজগার মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) এবং শাহ আলমের ছেলে আলামিন (২২) ওই গৃহবধুকে জানায়। তারা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গৃহবধুকে ব্লাকমেইল করে।
একপর্যায়ে বাধ্য হয়ে ওই গৃহবধু উল্লেখিত ৩ যুবকের সাথেও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ঘটনাটি ফাঁস হলে থানা পর্যন্ত গড়ায়। আজ বৃহষ্পতিবার থানায় মামলা হলে পুলিশ পরকীয়া প্রেমিক এবং গণধর্ষনের অভিযোগে উল্লেখিত ৩ যুবককে গ্রেফতার করে। মামলাটি তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাহবুবর রহমান বলেন, মামলার পরই ৪ আসামীকেই গ্রেফতার করা হয়েছে। আর এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৩ ধারায় মামলা হয়েছে।
ওসি সরেস চন্দ্র বলেন, ধর্ষিতা গৃহবধুকেও আনা হয়েছে। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য কাল শুক্রবার রংপুরে প্রেরন করা হবে। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীতে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এএসপি কামরুজ্জামান পিপিএম সেবা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা রেকর্ডের সর্বোচ্চ কম সময়ে আমরা আসামী গ্রেফতারে সক্ষম হয়েছি।