মাহমুদুল হাসান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জের ফতেহপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী দেশবরেণ্য আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । রোববার সকালে মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপির পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ছায়াদৎ হোসেন বকুল, রংপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান, উপজেলা প্রশাসন, রংপুর জেলা ছাত্র লীগ, ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পুষ্পস্তবক অর্পণ করে।
পরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে পীরগঞ্জ জয় সদনে পরমানু বিজ্ঞানী ওয়াজেদ ফাউন্ডেশন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বলে জানা গেছে। ফতেপুর গ্রামের আবদুল কাদের মিয়া ও মা ময়েজুন্নেসার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে ওয়াজেদ মিয়া ছিলেন সর্বকনিষ্ঠ।
তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এ বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন