হালিশহর প্রতিনিধিঃ হালিশহর থানা টিমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ,মানসিক ভারসাম্যহীন এক নারী হালিশহর নয়াবাজার বিশ্বরোড কাঁচা বাজার এলাকার রাস্তায় এক নারীর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর সেই সময় ৯৯৯ ফোন দেয় কেউ একজন।
সেই সংবাদ পেয়ে হালিশহর থানা টিম দ্রুত ছুটে এলেন, সংবাদে প্রসুতি নারী’কে টিম হালিশহর এর অফিসার এসআই সতেজ বড়ুয়া তার ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় রাস্তা থেকে উদ্ধার করা হয় তারপর পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিকে নিয়ে যান,সেখান থেকে মা ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে এবং পরবর্তীতে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বাচ্চাটি আপাতত স্থানীয় এক দম্পতির হেফাজতে আছে। অনেক অনেক ধন্যবাদ হালিশহর থানা টিমের সবাইকে জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা।
সহকারী সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা চট্টগ্রাম।