মোঃ-হুমায়ন কবির রাব্বিঃ চট্টগ্রামে অবৈধভাবে পাচারকালে সেগুন গাছের গুরিভর্তি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৯৪-৩৪) জব্দ করেছে খুলশী থানা পুলিশ। এ সময় পিকআপের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে পাচারকারি সন্দেহে দুই কিশোরকে আটক করে পুলিশ।
শনিবার সকালে নগরীর জালালাবাদ হাউজিং সোসাইটির সী বিচ ছায়া নীড় আফতাব ঘোনা গলির মুখ থেকে গাছের গুরিসহ ওই পিকআপটি জব্দ করে খুলশী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জালালাবাদ লেকের রং পাহাড় থেকে সেগুন গাছের গুরিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে সংবদ্ধ একটি চক্র। সরকারি গাছগুলো রাতের আধারে কেটে পাহাড়ের বিভিন্ন জায়গায় জমানো হয়। পরে সেগুলো বিভিন্ন জায়গায় পাচার করে তারা। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যও জড়িত।
নজরদারির অভাবে পাহাড়গুলো দিন দিন বৃক্ষ শূন্য হয়ে পড়ছে।
দায়িত্বরত খুলশী থানার এসআই মাহিন সরওয়ার বিবিসি নিউজ ২৪’কে বলেন, ❝খবর পেয়ে সেগুন গাছের গুরিসহ একটি পিকআপ জব্দ করা হয়। সেখানে ছোট-বড় মিলিয়ে ১৬টি সেগুন গাছের গুড়ি ছিল। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারি সন্দেহে দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।❞