,,,,,,, প্রকৃত সৌন্দর্য্য,,,,,,,,
কবি: ফারজানা আক্তার জেনি।
মানব রূপের তারিফ যদি করতে হয়,
তাহলে ধবধবে সাদা গায়ের রং
বা চেহারার কারুকার্যের আভিজাত্যের তারিফ করতে যেও না।
মানব রূপের নিন্দা যদি করতে যেও,
তাহলে কালো কুচকুচে গায়ের রং
বা চেহারার গঠনের নিন্দা করতে যেও না।
কারণ এ সৃষ্টিকর্তার সৃষ্টি।
সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে
তার উত্তম সৌন্দর্যে সৃষ্টি করেছেন।
ব্যক্তির সৌন্দর্যের সার্টিফিকেট তাকেই দেওয়া যায়,
যে ব্যক্তি তার স্ব-উদ্ভাবিত সৃজনশীলতায় নিজেকে উত্তম সাজে সজ্জিত রাখে।
প্রকৃত সুন্দর তাকেই বলা হয়,
যার বিবেক আছে।
যার চরিত্রের বৈশিষ্ট্য উত্তম।
যার মনুষ্যত্ববোধ উন্নত ।