ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ জমি নিয়ে দ্বন্ডের ঘটনায় কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলায় প্রতিপক্ষের ছোঁড়া বিষাক্ত কেমিক্যালে ঝলসে গেছে গৃহবধূর মুখ ও চোখের অংশ। আহত ওই মহিলার নাম জমিলা বেগম (৩৫)।
এ ঘটনাটি ঘটেছে সোমবার রা ১১টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী ।
এলাকাবাসী ও জমিলার স্বামী রহিম উদ্দিন জানান, প্রতিবেশী ভজু মুন্সির সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দফায় দফায় সালিশী বৈঠক হয়। এলাকার মাতব্বররা তাদের মিমাংশা করতে ব্যথ হয়। এর মধে্্য তাদের মাঝে গরু ক্ষেত খাওয়া নিয়ে আবারও মারামারির ঘটনা ঘটে । বিভিন্ন রেশ ধরে সোমবার রাতে রহিম উদ্দিন বাজার থেকে বাড়ী ফেরা পথে ভজু মুন্সির ছেলে আমিনুল ইসলাম ও মানিক মিয়া তাকে আটক করে প্রচন্ড মারপিট করেন। বাড়ীর মারামারির ঘটনা হওয়ায় তার আত্মচিৎকারে স্ত্রী জমিলা বেগম এগিয়ে আসে। এ সময় কৌশলে জমিলার মুখে বিষাক্ত কেমিক্যাল ছুড়ে মারে তারা। সে মাটিতে লুঠিয়ে পড়লে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।
ফুলবাড়ী হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার ডাঃ মোছা.তাসলিমা খাতুন জানান, তাৎক্ষণিকভাবে রোগীকে দেখে মনে হচ্ছে তাতে বিষাক্ত ক্যামিকেল ছুঁড়ে মারা হয়েছে। ফলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে দুরুত ব্যবস্থা নেয়া হবে। ।