স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী দল শ্রীলঙ্কা। ৪৮ ওভারে ১০ উইকেট হারিয়ে তারা এখন পর্যন্ত করেছে ২২৪ রান।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৬ উইকেট হারিয়ে করে ২৫৭ রান। এখন সেই রান টপকাতে খেলছে শ্রীলঙ্কা। মাঠে আছেন লক্ষ্মণ সন্দাকান ও দুশমন্থ চামিরা।
প্রথমে মেহেদি হাসান মিরাজের বলে ২১ রানে ফিরে গেছেন ধানুশকা গুনাথিলকা। এরপর আঘাত হানেন মুস্তাফিজ। পাথুম নিশাঙ্কাকে ফিরতে হয়েছে ৮ রানে। মিরাজের বলে ৩০ রানে ফিরেছেন কুশল পেরেরা। ৩৬ বলে দুই চারে ২৪ রান করে মেন্ডিস ফিরে গেছেন সাকিবের বলে। আবারও আঘাত হানেন মিরাজ। মাত্র ৯ রানে ফিরতে হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। এর পরই আশেন বান্দারাকে ৩ রানে ফেরান তিনি। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ১৪ রানে আউট হয়েছেন দাসুন শানাকা। মুস্তাফিজের বলে আউট হয়েছেন ইসুরু উদানা। ২০ রান পেয়েছেন তিনি।
বিস্তারিত আসছে…..