বিবিসিনিউজ২৪,ডেস্কঃ প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর।
অদ্য ১১ জুন শুক্রবার এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশের প্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বাবর উদ্দিন সাগর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে
এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আল জাহিদ সুমন, ছাত্রনেতা শিহাব উদ্দিন নয়ন, বোরহান উদ্দিন শরীফ, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।