বিনোদন ডেস্কঃ প্রকাশিত হল শান্তা এবং জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ’র দ্বৈত গান ‘হাত ছুয়ে বল’।
সুন্দর গান টি লিখেছে প্রসেঞ্জিত মন্ডল,সুর সংগীত রোহান রাজের।
ভিডিও ডিরেকশানে ছিলেন রবিউল ইসলাম বাদশা, প্রকাশিত হয়েছে এ এস সিরিজ থেকে।
শান্তা জানায় শুভ ভাই এর গানের খুব বড় ভক্ত আমি,উনার সাথে কাজ করতে পারা সত্যি আনন্দের।
এছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে শেখ নজরুলের কথায় পিজিত মহাজনের সুরে শান্তার আরো একটি চমৎকার গান।