ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই ¯েøাগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কমিউনিটি পুলিশিং- ডে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে শনিবার ফুলবাড়ী থানা হলরুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সারওয়ার পারভেজ , ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রমূখ।