আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১ জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্যানেটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কার্মচারীগণ উপস্থিত ছিলেন।উদ্বোধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক বলেন, দিনব্যাপী উপজেলা ৭টি ইউনিয়নে মোট ৩৪,৫০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।