আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ:জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিহত প্রতিবন্ধী শামীম হত্যা মামলার ২নং আসামি মনোয়ার হোসেনকে (২৫)গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ । বুধবার ( ৪ সেপ্টেম্বর ) শেরপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মনোয়ার নিলক্ষীয়া ইউনিয়নের কুশলনগর এলাকার সাইফুল হোসেনের ছেলে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আসামির বাবার সাথে জমি-জমা সংক্রান্ত বিষয়ে নিহত প্রতিবন্ধী শামীমের পূর্ববিরোধ ছিল। জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার ৩ অক্টোবর দুপুরে নিহত প্রতিবন্ধী শামীমকে দেশীয়অস্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে গুরুতর রক্তাক্ত আহত হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শামীমের অবস্থা আশঙ্কা বলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে পরে রাস্তা তার মৃতু হয়। এরই প্রেক্ষিতে বকশীগঞ্জ থানার পুলিশ নৃশংস এই হত্যার সাথে জড়িত পলাতক আসমি মনোয়ার হোসেন (২৫) কে শেরপুর এলাকা থেকে গ্রেফতার করে।তিনি আরও জানান, নিহত শামীমের মা শাহীনা আক্তার বাদি হয়ে ৯ জন নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে জামালপুর কোর্টে প্রেরন করা হয়েছে।বাকি আসামিদেরও গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি মো. সোহেল রানা।