প্রেস বিজ্ঞপ্তিঃ শিক্ষা,শান্তি,দেশ,জাতি -পতাকাবাহী,সাংবাদিক ও প্রতিবন্ধিদের কল্যাণের সংগঠন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে’র সংগঠন,মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চেতনাতে যুগ যুগ ধরে রাখতে, জাতির জনক এর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সরকারের উন্নয়নের এক মাত্র ভ্যান গার্ড হয়ে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ রেহানার দিক নিদেশনা’র সংগঠন।
জাতির জনকের সোনার বাংলা বিনির্মানের সত্যের পথে মুক্তিযোদ্ধের চেতানা বিশ্বাসী সংবাদকর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন।বিদ্যার সঙ্গে বিনয়,শিক্ষার সঙ্গে দীক্ষা,কর্মের সঙ্গে নিষ্ঠা,জীবনের সঙ্গে দেশ প্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রন জাতির বিবেক দের ঘটিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন দেশ ও জাতির কল্যাণে অঙ্গিকারবদ্ধ।
সার্বভৌমত্ব,গনতন্ত্র, ইতিহাস রক্ষায় সন্ত্রাস মাদক দুর্নীবাজদের দমন করিতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাওয়া এশিয়া মহাদেশের সবর্বৃত্তম সংগঠন হিসেবে পরিচিত হতে চলছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন।
অনেক বাধাঁ অনেক আলোচনা অনেক সমালচনায় আজো আমারা আছি প্রাণের সংগঠনের মূল নিয়ে দাড়িয়ে ঠিক যেনো জাতির জনকের সেই গর্জে ওঠা প্রাণের সূরের মতন।বিএসকে এস -তার সোনালী অতিতের মতো সমৃদ্ধ ভবিষ্যত গড়বে।
গনমাধ্যম কর্মীদের নিষ্ঠায় জাতির বিবেক হয়ে দেশ গড়ার কাজে লাগুক, স্বাধীনতার মূলমন্ত্র বিধৌত হোক নতুন প্রজন্মের বিবেক ও চেতনা।
জাতির বিবেক কে জাগিয়ে তোলতে ,দেশ ও জাতির সেবা করতে অনাগত প্রজন্মের লড়াই হোক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার স্বপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে, সব অশুভ শক্তিকে পিছনে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন।
আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি অনুমদন করা হইলো। আশা করি যারা নতুন আংশিক কমিটিতে আছেন তারা তাদের নিজ নিজ যোগ্যতায় নিজ বিভাগ,জেলা,মহানগর,উপজেলা,পৌরসভা কমিটি করে শেখ তিতুমীর এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি কে উপহার দিবেন।
বিএসকে এস- কেন্দ্রীয় কমিটি আপনাদের সকলের সফলতা কামনা করে। এবং সংগঠনে আপনাদের সাংগঠনিক সকল কাজে গঠনতন্ত্র মোতাবেক সহযোগীতা করিতে সদা প্রস্তুথ।
সেই সাথে নতুন আংশিক কমিটির সকল নিরবাচিত নেতৃবৃন্দদের কে কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন।
জয় বাংল / জয় বঙ্গবন্ধু
নিবেদক-
শেখ তিতুমীর।
প্রতিষ্টাতা সভাপতি,
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন –
কেন্দ্রীয় কমিটি ।
সম্পাদক মন্ডলীর সভাপতি,
জাতীয় সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকা।
সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কারিগরি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা – সাংগঠনিক সম্পাদক।
মোবাইল :- 01883222333 / 01718655399,
ই-মেইল – homeaffairs0@ gmail.com ..