পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাকলিয়ায় ” শাহ আমানত হাউজিং সোসাইটি ওপেন হাউজ ডে ” ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর ) বিকালে বাকলিয়া থানাধীন শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় বাকলিয়া থানা কর্তৃক ২২ নং বিট শান্তি নগর ও ১৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের উদ্যােগে এ ওপেন হাউজ ডেকে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত রমিজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রমিজ আহমেদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা, সেবনকারী, কিশোর গ্যাং, কিশোর গ্যাং লিডারসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং বাড়ির মালিকদের সিসি ক্যমেরা ও ভাড়াটিয়াদের তথ্য ফরণ পূরণ করে থানায় জমা দেওয়ার জন্য বাড়ির মালিকদের আহ্বান জানান রমিজ আহমেদ।
২২ নং বিট পুলিশের সভাপতি সরোয়ার আলম ভূঁইয়া’র সভাপতিত্বে, বিট ইনচার্জ বাকলিয়া থানার উপপরিদর্শক নিদর্শন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকলিয়া থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, সিইও সাহেদ কামাল, ২২ নং বিট সহকারী মিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, লুৎফর রহমান, এশিয়ান ডি ফাউন্ডেশনের কর্মকর্তা শবনম মোস্তারি, শাহ আমানত হাউজিং সোসাইটির উপদেষ্টা হাজী আবদুল মান্নান, সভাপতি মোমিনুল হক চৌধুরী, সহসভাপতি মোঃ ইউসুপ, সহসভাপতি হাজী মোঃ সোলাইমান, দৈনিক দেশ বার্তার সম্পাদক লায়ন এম আবু সালেহ। এসময় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।