সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ করোনা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে আজ বাগেরহাট সিভিল সার্জন অফিস মিলনায়তনে শেখ হাসিনা সেনানিবাস ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪৩ বীর এর সার্বিক তত্ত্বাবধানে সিএমএইচ বরিশালের সহযোগিতায় বিনা মূল্যে বিতরণের জন্য সিএমএইচ বরিশালের মেজর রুবিনা ইয়াসমীন সেনাবাহিনীর পক্ষে এই সব সামগ্রী প্রদান করেন।সিভিল সার্জনের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান এই সব সামগ্রী গ্রহন করেন।
এই সময় ৪৩ বীর ব্যাটেলিয়ানের কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহমেদ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন। বিতরণকৃত দ্রব্যসামগ্রীর মধ্যে রয়েছে বিপি মেশিন এবং স্টেথিস্কোপ ৪০টি, নেবুলাইজার মেশিন ২৭টি, পালস্ অক্সিমিটার ৪০টি, ডায়াগনস্টিক সেট ১৩টি, ওজন মাপা মেশিন ২০টি, টর্চলাইট ২৮টি ও ২৭টি থার্মোমিটার।