মোঃ সাখাওয়াত হোসেনঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড তথা এক্রাম পাড়া এলাকায় নির্মিত ২০১৩-২০১৪ অর্থ বছরে বাস্তবায়িত দুর্যোগ মন্ত্রনালয়ের কালভার্ড টি যেনো মরণ ফাদে পরিণত হয়েছে।যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
ইন্জিনিয়ার এবং কন্টেকদারের অবহেলায় দূর্বল কাজের কারণে ৫- ৬ বছরেই বেহাল দশা কালভার্ডটির । ইউনিয়ন পরিঘদ এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে স্থানীয় জনসাধারণ। কালভার্ডটির কারণে আমতলী টু লংগদু একমাত্র সড়ক পথে চলাচলে বিশাল সমস্যা হচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমতলী ইউনিয়ন বাসীকে।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আঃ সোবাহান জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ির ৩৭নং আমতলি ইউনিয়নের প্রধান সড়কে চুড়ুয়াখালী ৮নং ওয়ার্ডের কালভার্ডটির বেহাল অবস্থা।
দিন দিন বাড়ছে যানবাহন চলাচল।সম্ভাবনা বাড়ছে দূর্ঘটনার । যে কোনো সময়ে বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে,স্থানীয় ও উপজেলা প্রশাসনের নিকট বিনীত অনুরোধ এলাকাবাসীর যত দ্রত সম্ভব
বিষয়টি নজরে নিয়ে,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। তবেই জনসাধারণ নির্ভয়ে যাতায়াত করতে পারবে।নতোবা যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।