দৌলতপুর প্রতিনিধিঃ বাবা হলেন ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম খাঁন। গত সমবার সকাল ১১ টা ২৪ মিনিটে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারে মাইনুল এর সহধর্মীনি শামীমা আক্তার রিংকি’র কন্যা হয়।
গত ৪ আগস্ট ২০২০ ইং সামিমা আক্তার রিংকি সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মাইনুল ইসলাম এর।
মাইনুল ইসলাম খাঁন তার কন্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে জন্মের প্রথম দিনে মাইনুল এর কন্যা সন্তানকে দেখতে ডায়াগনস্টিক সেন্টারে আসেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদসদস্য আ কা মা সরওয়ার জাহান বাদশাহ।