স্টাফ রিপোর্টারঃ আজ ১৬ ডিসেম্বর ; মহান বিজয় দিবস। সেই সাথে ৫১বছরে পা রাখলো বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে ঢাকা উত্তর মহানগর এর রামপুরা থানা আওয়ামীলীগের সভাপতি পদে আলোচিত নেতা ইউনুছ আলী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-‘ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির সেই বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর। পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই দেশ৷
তিনি আরও বলেন- ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের বছরে নতুন করে উজ্জীবিত হয় সেই প্রথম বিজয়ের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বিজয় এনেছে এদেশের লাখো শহিদ মা বোনদের বক্তে। সেই পাকিস্তানের দোসররা এখনও এদেশে আছে তারা এদেশের উন্নয়ন চায়না। তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।