মোঃ নুরনবী সরকার,স্টাফ রিপোর্টার কুড়িগ্রামঃ মানুষ বাঁচে তার কর্মে।কর্মই ফুটিয়ে তোলে একজন মানুষকে।পৃথিবীর যতো মহামানব আর বিখ্যাতদের নাম শোনা যায়,তারা প্রত্যেকেই কর্মগুনেই প্রতিষ্ঠিত।তেমনি একজন।কুড়িগ্রাম জেলার ক্ষণজন্মা পুরুষ।আ খ ম শহিদুল ইসলাম বাচ্চু।সাবেক সংসদ সদস্য কুড়িগ্রাম ১ সংসদীয় আসন।আজ ৭ই মে,২৫ তম মৃত্যু বার্ষিকী।
নাগেশ্বরী,ভুরুঙ্গামারী বাসীর শোকের দিন।আজ থেকে ২৫ বছর আগে এই মহান নেতা পাড়ি জমান ওপারে।অল্প সময়ে নিজের গুনাবলি ও ব্যাক্তিত্ব দিয়ে জয় করেন কুড়িগ্রাম এক আসনের আপামর জনসাধারণের মন।হয়ে ওঠেন জননন্দিত ও জনপ্রিয় নেতা।একেবারে তৃনমুল থেকে উঠে আসা এই মানুষটি নেতা থেকে হয়ে ওঠেন জনতার নেতা।লাখো মানুষের প্রিয় মুখ।বর্নাঢ্য রাজনৈতিক জীবনে আসে ব্যাপক সফলতা।পৌরসভার কান্সিলর থেকে শুরু হলেও শেষ হয় সংসদ সদস্য হয়ে।
পরপর তিনবার মহান সংসদে নেতৃত্ব দেন দুই উপজেলার অভিভাবক হয়ে।এসময় রাস্তাঘাট,স্কুল কলেজ,মাদ্রাসা সহ অসংখ্য জনহিতকর কাজ করেন।এতোটা রাজনৈতিক দুরদর্শিতা ছিলো যে,বাচ্চু নামে উপাধি লাভ করেন।সহজ সরল,উদার আর ন্যায়পরায়ন এই নেতা প্রতিটি মানুষের মনে আজো গাঁথা।বিশেষ করে পুর্বদুধকুমার পাড়ের সকল মানুষ নিরবে নিভৃতে কাঁদে।প্রিয় এই নেতার জন্য।আজ তাই সকলে এই নেতাকে স্বরণ করেন।
পারিবারিক সুত্রে জানা যায়,আজ মহান নেতাকে স্বরণ করে তার বাড়িতে কোরআন খতম,বিশেষ আলোচনা ও দোয়া আয়োজন করা হয়।শুভাকাঙ্খী,রাজনৈতিক সহযোদ্ধা ও নিকট আত্বীয় সহ কবরের পাশে কবর জিয়ারত করেন।উল্লেেখ্য যে তিনি বেঁচে থাকা অবস্থায় একটি কবরস্থান ও হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন এই নেতা।