নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামে প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী ধারণাগুলির মিশ্রণ ঘটিয়ে, ব্যতিক্রমী ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে শুরু হলো বিশ্বের শীর্ষস্থানীয় চশমা ও লেন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ZEISS এর পথচলা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টায় নগরীর “দ্য কুপার চিমনি রেস্টুরেন্টে ” ZEISS ” চট্টগ্রামের পক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ” ZEISS ” চট্টগ্রামে পথচলার মত প্রকাশ করা হয়। এসময় ১৭৫ বছর ধরে সফলতার সাথে চলা জার্মান প্রযুক্তিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ZEISS এর সার্ক এর রিজিওনাল হেড ভিকাস সাক্সেনা, হেড অফ সেলস আবির চন্দ্র।
অনুষ্ঠানে ভিকাস সাক্সেনা ZEISS সম্পর্কে প্রেসের সাথে এক প্রশ্নোত্তর পর্বে
ভিকাস সাক্সেনা, হেড অফ সেলস আবির চন্দ্র বলেন, “ZEISS সার্ক ভুক্ত অন্যান্য দেশে সফলতার সাথে কাজ করে আসছে তারই ফলশ্রুতিতে বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু করছি। কেননা সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষ উপকৃত হবে।” Rite Konnect এর ফাউন্ডার মিনহাজ হোসেন বলেন, তারা চট্টগ্রাম তথা বাংলাদেশে ZEISS এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে খুবই আশাবাদী। তারা শীঘ্রই ভিশন কেয়ার সম্পর্কিত আরো বিভিন্ন বিশ্বমানের পণ্য নিয়ে হাজির হবে। এসময় বাংলাদেশে ZEISS এর ব্যবসায়িক পার্টনার হিসেবে Rite Konnect Ltd., Rite Konnect Ltd এর ফাউন্ডার ও সিইও মিনহাজ হোসেন এবং কো-ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।