আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ সমাজের ভূমিকা র্শীষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ ও বৃক্ষ উপহার তুলে দেন সংগঠনের কনভেনর খালেদ সাইফুল্লাহ।
মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর মাহবুব তালুকদার, পৌর কমিটির আহবায়ক সোলাইমান কবির শান্ত, কুসঙ্গল ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাব্বি খলিফা, সাঈফ সাইদ, ইমরান হোসাইন, সাইফুল ইসলাম প্রমুখ ভলান্টিয়ার।
এ ছাড়াও সংগঠনটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহ জুড়ে ‘পরিবেশ দিবসের আহবান, দুটি করে গাছ লাগান’ প্রতিপাদ্যে পরিবেশ দিবসে জনসচেতনতা সৃষ্টি করতে সংগঠনের ভলান্টিয়াররা নিজ দায়িত্বে দুটি বৃক্ষ রোপণ করেন এবং একই ফ্রেমে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন পরিচালনা করেন।