ব্যুরো চিফ ময়মনসিংহঃ জামালপুরের ইসলামপুর উপজেলাধীন চরপুটিমারি ইউপি অবস্থিত ৪নংচর গ্রামের বুক চিরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর র্তীব্র ভাঙ্গনে দিশেহারা শতাদিক পরিবার, নদী ভাঙ্গন পরিদর্শন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান সুরুজ (মাষ্টার)।
২৩ জুন বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৩ঘটিকা পর্যন্ত ৪নংচর নতুন পাড়া,উত্তর পাড়া ও পশ্চিম পাড়া এবং ৯নং ওয়ার্ডের ডি.বালিয়ামারি গ্রামের দশানী নদী ভাঙ্গন পরিদর্শন করেন। পরির্দশনের সময় চেয়ারম্যানের নিজ উদ্যোগে ৪নংচরেনদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ অসহায় বিধবা মহিলাদের মাঝে নগদ আর্থিক সহায়তা দেন। এবং নদী ভাঙ্গনে বসতবাড়ি ও আবাদী জমি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারী ভাবে সহায়তা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ পারুল (মাষ্টার), স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক মন্ডল সহ স্থানীয় জনগন।