ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ– ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগারগাড়া ফরেস্ট অফিসের নতুন একতলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে আংগারগাড়া ফরেস্ট অফিস প্রাঙ্গনে এই নতুন ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ, আংগার গাড়া ফরেস্ট অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ গনপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. তারিকুল হাসান, ময়মনসিংহ গনপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ বি এম আশরাফ উদ্দিন প্রমুখ। এছাড়াও আংগার ফরেস্ট বিটের ফরেস্ট গাট নুর ইসলাম, মকবুল হোসেন-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ময়মনসিংহ গনপূর্ত বিভাগের অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের তত্বাবধানে মোট ৯৭ লক্ষ ৯৬ হাজার ৭ শত ৭২ টাকা ব্যয়ে ৯২ দিনের মধ্যে ভবনটি নির্মান কাজ সম্পন্ন হবার কথা রয়েছে।