ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর এলাকায় সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম, আওয়ামী লীগের উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আঃ রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ রাজিব, জাতীয় শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন মুন্সি, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমূখ।