1. admin@bbcnews24.news : admin :
ভালো বই যে কোন সময় যে কোন মানুষকে আমূল বদল দিতে পারে : আর.সি.পাল - BBC NEWS 24
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকা মাদক নির্মুলে করণীয় শীর্ষক আলোচনা সভা ডা: আবেদ আলী স্মৃতি সাত গ্রাম ঈদগাহ্ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত নান্দাইলে নিরীহ ব্যাক্তির দোকানপাটে প্রতিপক্ষের হামলা- লক্ষাধিক টাকা ছিনতাই ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল  শেরপুরে খোশ মুহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের ঈদ ফুডপ্যাক বিতরণ পানিতে ডুবে মনো গ্রুপের এমডি এ কে এম আবুল বাশারের মৃত্যু আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা ভালুকায় ৮৫ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন আওয়ামীলীগ নেতা চরপুটিমারী ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা নাহিদ হাসান নিরব জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলীর বিচার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

ভালো বই যে কোন সময় যে কোন মানুষকে আমূল বদল দিতে পারে : আর.সি.পাল

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সিআরবি সিরিষতলায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। এই অমর একুশের বইমেলায় লেখকদের সঙ্গে আড্ডা মেতে উঠেছিলেন অড্ডার মধ্যমনি দিকদর্শন প্রকাশনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল (আর.সি.পাল)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিকদর্শন প্রকাশনী লিঃ এর গ্রন্থকুটির স্টলে (নং-১১১-১১২) এ আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অচিন ফুলের সুবাসের লেখক ইমন চৌধুরী, আবৃত্তি প্রতিযোগিতার লেখক সত্যজিৎ চৌধুরী, ডিজিটাল প্রবাদ,অ্যানালগ কার্টুনের লেখক কাওছার মাহমুদ, সাংবাদিক বিশ্বজিৎ পাল সহ অন্যান্য আরও লেখক। লেখকদের শুভেচ্ছা জানান দিকদর্শন প্রকাশনী লিঃ কর্মকর্তা অশোক পাল (বাচ্চু), অভিজিৎ পাল (অপু)।

 

আড্ডায় দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল বলেন, একজন লেখক তার সুপ্ত ভাবনা এবং চিন্তাকে সৃজনশীল লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। কবি-সাহিত্যিক-লেখকরা তাদের সব জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন, বই পড়ে সেই জ্ঞানের আলো সংগ্রহ করা যায়। তিনি বলেন, বই পড়ার অভ্যাসটি আমাদের শব্দভান্ডার বাড়ায়। আমরা যত বেশি বই পড়ব তত বেশি আমাদের শব্দভান্ডারে নতুন নতুন শব্দ যোগ হতে থাকবে। তিনি বলেন, ধুলোবালি দিয়ে ঘেরা কংক্রিটের জঞ্জালে জন্ম নেয়া এই আমাদেরকে একটু একটু করে মানুষ করে তোলে বই।

 

একটি ভালো বই যে কোন সময় যে কোন মানুষকে আমূল বদল দিতে পারে। ‘অচিন ফুলের সুবাস’র লেখক ইমন চৌধুরী বলেন, মানুষের উৎসাহ-উদ্দীপনা অনেক বইমেলা নিয়ে। একজন লেখক হিসেবে এই ব্যাপারটা আমি আরও প্রবলভাবে অনুভব করি। ‘আবৃত্তি প্রতিযোগিতা’র লেখক সত্যজিৎ চৌধুরী বলেন, সারা বছর বই যতই প্রকাশ হোক না কেন একজন লেখক হিসেবে বইমেলার জন্য আগ্রহী হয়ে থাকি। মেলায় নতুন বই প্রকাশ হয়, নতুন বইকে কেন্দ্র করে বছর ঘুরে পাঠক ও শুভাকাঙ্খীদের সাথে দেখা-সাক্ষাৎ হয়। ডিজিটাল প্রবাদ,অ্যানালগ কার্টুনের লেখক কাওছার মাহমুদ বলেন, আমাদের আবেগী মনের অনুভূতি আদান-প্রদানের মেলা, লেখক-পাঠকের মহা আনন্দের উৎসব অমর একুশে গ্রন্থমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park