সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা :খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির বাসিন্দা স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের আয়োজনে পরিবারটির পাশে দাঁড়িয়েছে পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।
জানা গেছে, করল্যাছড়ির বাসিন্দা দু:স্থ অসহায় স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়েরর দিনক্ষন চুড়ান্ত হলেও আর্থিক সঙ্কটে পড়ে পরিবারটি। এমন খবরে ওই দু:স্থ ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন- ৪০বিজিবি।
বুধবার (২ জুন) সকালের দিকে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৪০ বিজিবির পলাশপুর জোন সদরে স্বপন চন্দ্র শীলের হাতে বিবাহের অনুষ্ঠান আয়োজনে নগদ আর্থিক সহায়তা তুলে দেন
পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি। এসময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।
নগদ আর্থিক সহায়তা প্রদান শেষে পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজনে স্বপন চন্দ্র শীলের পরিবারের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।