রবিউল হোসেন,খাগড়াছড়ি:- জেলার মানিকছড়িতে যাত্রীবাহী বাস ও মালবাহী জীপ (চাদের গাড়ী) মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার তিনটহরী এলাকায় মুহিউসসুন্নাহ্ মাদ্রাসার সামনের (চট্টগ্রাম-খাগড়াছড়ি) সড়কে এঘটনা ঘটে। এঘটনায় আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী কিরণ বর্ণিতা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবাহী একটি জীপ (চাঁদের গাড়ী) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৫ যাত্রী আহত হয়। বেপোরোয়া গতি ও অসর্কতার কারনে প্রাশই এই সড়কে এমন দূর্ঘটনা ঘটছে বলে জানান সচেতন মহল।