মোঃ রবিউল হোসেনঃ জীবনের বসন্তের মূল্যবান সাতাশ বছরের অন্তিম সমাপ্তি ঘটিয়ে আঠাশে পা রাখল বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবিসিনিউজ টুয়েন্টি ফোর ডটনিউজ এর সম্পাদক ও প্রকাশক মাহামুদুল হাসান রাকিব।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিবিসিনিউজ২৪ এর পরিচালনা পর্ষদ।
১৯৯৩ সালের সালের ৭ই জুন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাস্থ মধ্যম জানারখীলের এক মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করেন মাহমুদুল হাসান রাকিব।
তিনি ২০০৯ সালে চট্টগ্রাম নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১১ সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ২০১৪ সালে আলহ্বাজ মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী ও ২০১৬ সালে সরকারী কর্মাস কলেজ হতে এমবিএ লাভ করেন তিনি। এর পর ২০২১ সালে ৪১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করেন তিনি।
বাংলাদেশের অনলাইন নিউজের ডানা মেলার শুরুর থেকেই স্বপ্ন দেখেছেন অনলাইন নিউজের প্লাটফর্ম নিয়ে।দৈনিক ঢাকার ডাক মাধ্যমে সাংবাদিকতায় পা রাখলেও সিটিজিনিউজ টুডের চীফ রির্পোটার,দ্যা পিপলস নিউজ টুয়েন্টি ফোর এর চীফ রির্পোটার, কপোতাক্ষনিউজ২৪ এর বার্তা সম্পাদক, ৭১ সংবাদ ডটকম এবং ৭১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন তিনি।
২০১৭ সালের আগস্ট মাসের শুরুতে এক ঝাক তরুণ মেধাবী সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেন আনলাইন নিউজ পোর্টাল হিসেবে বিবিসিনিউজ টোয়েন্টিফোরের যা ইতিমধ্যে পাঠক প্রিয়তা পেয়ে দেশের অন্যতম জাতীয় অনলাইন পোর্টালের চুড়ায় পৌছেছে।