কামরুল হাসানঃ- সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত রাজপথ পাহারায় ছিল যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর থেকে বড়দারোগারহাট এলাকা পর্যন্ত যুবলীগ সহ-সভাপতি মিঠুর নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা অবস্থান নিয়েছে। এছাড়াও তারা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে।
জানা গেছে, রোববার (৯ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাতভর পাহারা শেষ করে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে। রাতে এক গ্রুপ ও দিনে এক গ্রুপ করে মহাসড়কে নাশকতা প্রতিরোধ ও বিশৃঙ্খলা ঠেকাতে
বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয়।
এ-সময় মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু বলেন, বিএনপি-জামায়াত জনগণের কোনো ক্ষতি এবং কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য আমরা রাতভর মহাসড়কের বিভিন্ন স্থানে পাহারা দিয়েছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশ দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে গাড়ি যায়। তারা যেন কোনো ধরনের অরাজগতা করতে না পারে সেজন্য মিরসরাইয়ের অভিবাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে ও আগামীর মিরসরাই আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে রাত-দিন-ভাগ করে পাহারায় রয়েছি আমরা।