উপজেলা প্রতিনিধি : চট্টগ্রাম মিরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর গ্রামের পালপাড় জে বি সংঘের অন্যতম সদস্য শ্রিমন পাল স্ট্রোক জনিত কারণে অকাল মৃত্যু বরণ করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। গত ৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর। শ্রিমন পাল মিরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর গ্রামের পালপাড়ার স্বর্গীয় রনজিত পাল ও গীতা রাণী পালের ছোট ছেলে। মৃত্যুকালে সে মা, বড় ভাই শ্যামল পাল সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যায়।
১০ জুন সকাল সাড়ে ১১টায় পাল পাড়ার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জে বি সংঘের সভাপতি সৃজন পাল, সম্পাদক সরন পাল, সাংগঠনিক সম্পাদক অপি পাল, অর্থ সম্পাদক প্রিতম পালসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, উপদেষ্টা ও সাধারণ সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।