ইকবাল হোসেন মুন্সিগঞ্জঃ করোনা মহামারীর দ্বিতীয় ধাপে কর্মহীন মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার তুলে দিলেন মুন্সীগঞ্জ জেলা মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন।
বৃহস্পতিবার ৬মে সকাল ১১টায় সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালীস্থ মাইটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেনের কার্যালয়ে কর্মহীন পিছিয়ে পরা পরিবার গুলোর মাঝে সহায়তা পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়।
মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেন ও মাতা মরহুমা ওমদা বেগমের স্মরণে মুন্সীগঞ্জ জেলা মাইটিভির প্রতিনিধি মোক্তার হোসেনের অর্থায়নে সমাজে পিছিয়ে পরা ৪ শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী,থ্রি-পিচ ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাংবাদিক আব্দুল্লাহ আল-মাসুদ,রিয়াজ মাহমুদ মান্নান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইকবাল খান, আওয়ামীলীগ ও সহযাগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।