এজি কায়কোবাদ,বিশেষ প্রতিনিধিঃ মেধাবী স্কুল ছাত্র তৌসিফুল ইসলাম মুন্না হত্যা মামলার পর রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর।
গাজীপুর মহানগর টংগী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার বহুল আলোচিত ঢাকা উত্তরা শাহিন ক্যাডেট স্কুলের মেধাবী ছাত্র তৌসিফুল ইসলাম মুন্নার (১৪) হত্যা মামলার ২ বছর রহস্য উদঘাটন ও মামলা ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী
আনোয়ার হোসেন (২৫) ও মোঃ মোফাজ্জল (৩১), দ্বয় কে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা সুমন মাকের্ট এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর।
ঘটনার দিন ভিকটিম এর মা বাসা থেকে বের হলে বিষয়টি লক্ষ্য করে ভিকটিমের বাসায় বাবা ও মা না থাকার সুযোগে স্বর্ণ ও নগদ টাকা চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করলে ভিকটিম তৌসিফুল ইসলাম মুন্না আসামীদেরকে বাধা দিলে তাকে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে কক্ষের স্টীলের আলমারী ভেঙ্গে একটি ডিজিটাল ক্যামেরা ও মোবাইল সেট চুরি করে।
এই বিষয়ে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মাকছুদের রহমান বলেন ঘটিনার দিন সকালে বাসায় ভিকটিম এর বাবা ও মা না থাকার সুযোগে ভিকটিম তৌসিফুল ইসলাম মুন্নাকে ডেকে দরজা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল ও ক্যামেরা লুন্ঠন করার সময় ভিকটিম বাধা দিলে ভিকটিমকে নির্মমভাবে জবাই করে ও পেটে পোচ দিয়ে নাড়িভুড়ি বের করে। মূলত চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করলে আসামীদেরকে চিনে ফেলায় ভিকটিম তৌসিফুল ইসলাম মুন্নাকে হত্যা করে।
আসামী দ্বয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।