1. admin@bbcnews24.news : admin :
মোল্লাহাটে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন - BBC NEWS 24
শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:২৮ অপরাহ্ন

মোল্লাহাটে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার পঠিত

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শত বর্ষ উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দীন এমপি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখ আবু নাসের ফুটবল দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে আটজুড়ি ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয় ।

টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়াড় জুয়েল রানা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ইয়ামাহা এফজেড মোটরসাইকেল ও রানার্সআপ দলকে পালসার মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ, টিম ম্যানেজার সহ খেলোয়াড়, অতিথি, রেফারী ও লাইন্সম্যানদের আয়োজকদের পক্ষ থেকে পুরুস্কার ও সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সার্বিক পরিচালনায় উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, অবঃ প্রাপ্ত যুগ্ম সচিব এম,ডি আল-আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম ও শিকদার ওয়ালিদ হোসেন।উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ প্রায় অর্ধ লক্ষাধিক দর্শক উপস্থিত থেকে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে সকাল দশটায় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় কোদালিয়া ইউনিয়ন ফুটবল দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে আটজুড়ি ইউনিয়ন দল ফাইনালে পৌছায়।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে আটজুড়ি ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া চক্র, কোদালিয়া ইউনিয়ন ফুটবল দল, গাওলা ইউনিয়ন ফুটবল দল এবং উদয়পুর ইউনিয়নের শেখ আবু নাসের ফুটবল দল অংশ গ্রহন করেন। প্রতিটি দলেই জাতীয় ফুটবল দল এবং দেশের স্বনামধন্য বিভিন্ন ক্লাবের,ক্যামেরুন, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Theme Park BD