আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধিঃ অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জোন।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর মারী ষ্টেডিয়ামে পৌরসভার ভেদভেদী, কলেজ গেইট, মোহাম্মদপুর, বনরুপা, শান্তিনগর, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকার শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনা সুত্রে জানা যায়, রাঙামাটি রিজিয়নের উদ্দ্যোগে এবং সেনা জোনের সার্বিক ব্যাবস্থাপনায় অসহায় দুস্থ্য ও সুবিধাবঞ্চিত এসব পরিবারের মাঝে ৫কেজি চাল, ২কেজি আটা ও ২কেজি ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে এই ত্রাণ সামগ্রী বিতরণ চলমান থাকবে বলেও জানায় সূত্রটি।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্তমানবতার সেবায় করোনা পরিস্থিতির শুরু থেকেই এসব অসহায় দুস্থ্য ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জোন। তারই ধারাবাহিতায় আজ এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সেবা বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙামাটি জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম। এসময় সংশ্লিষ্ট অফিসার ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।