আরিফুল ইসলাম,রাঙ্গামাটিঃ আজ ১১ই মে রোজ মঙ্গলবার বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন, সাবেক্ষন ইউনিয়ন, ঘিলাছড়ি ইউনিয়ন এবং নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০০ পরিবার এবং ভিজিএফ কার্ড ৩০০পরিবারের মাঝে বিতরণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর_তালুকদার এমপি ।
নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)এর
সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা , উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, অফিসার ইনচার্জ সাব্বির রহমান এবং আব্দুল ওহাব হাওলাদার সহ আরো অনেকে।
সকলের উপস্থিতিতে গরিব, অসহায় মানুষের মাঝে সরাসরি ত্রান সামগ্রী বিতরণ করেন। এলাকা বাসি অত্র ত্রান সামগ্রী সাদরে গ্রহণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এম পি মহোদয় জন্য দোয়া করেন।