ইজাজুলঃ ঢাকা ১৪আসনের এমপি আসলামুল হকের মৃত্যুতে আসনটি খালি হয়ে যাওয়ায় বর্তমানে আসনটিতে উপ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মিরপুর থানা, দারুস সালাম, শাহ আলী, রূপনগরের আংশিক এবং সাভারে আংশিক যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ ৮ ৯ ১০ ১১ও ১২ নং ওয়ার্ড এবং কাউন্দিয়া ইউনিয়ন এর কিছু অংশের মোট ৪লাখ ৬হাজার ৫৩৪ ভোটারের সমন্বয়ে এ আসনটি গঠিত। মিরপুরের ঐতিহ্যবাহী আসনটিতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এ আসনটি গুরুত্বপূর্ণ একটি আসন।
আসলে রয়েছে গাবতলীর বৃহত্তর গরুর হাট, বালুরঘাট,শাহ আলী মাজার, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। এ আসনে আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে কে হবে নৌকার মাঝি এ নিয়ে নানান গঞ্জনা, ব্যঞ্জনা,আর আলোচনা-সমালোচনার শেষ নেই।এ অঞ্চলের জনগণ একজন ক্লিন ইমেজের সৎ যোগ্য প্রার্থী হিসেবে শুশিল সমাজ ড. মাহ্ মুদ এ কাদের কে পছন্দ করেন। দেশ বরন্ন কৃষিবিদ ও সমাজ সেবক ড. মাহমুদ এ কাদের আমেরিকার প্রবাসী জীবন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সপ্নদেখেন।
বিদেশের মাটিতে পিএসডি ডিগ্রি অর্জনের মধ্যদিয়ে নিজেকে গ্রহনযোগ্য ব্যাক্তিত্বে প্রতিষ্ঠিত করেন।বর্তমান প্রজম্নকে উন্নয়নের শিখড়ে পৌছাতে তার ব্যাপক পরিক্লনা আছে তাই তিনি সংসদে যেতে চান এই ১৪ আসনে নির্বাচনে জয়ি হয়ে।তিনি বাংলাদেশ আওয়ামী তথ্য ফোরাম নামক আওয়ামীলীগে সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
খতুখোড় মেধাবী ক্লিন ইমেজের এই আওয়ামী নেতা বলেন, ১৪আসনকে একটি আধুনিক ও ডিজিটাল আসল হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমি কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
এ আসনে নৌকার মাঝি হতে চাই। তিনি আরো বলেন, গত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে এ আসনটিতে আওয়ামীলীগ শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন আমি তার পক্ষে কাজ করব, সে ক্ষেত্রে নমিনেশন বোর্ড যদি আমাকে মনোনয়ন দেন তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনটিকে একটি আধুনিক ও আদর্শ আসুন হিসেবে গড়ে তুলতে এবং মিরপুরের ঐতিহ্য ধরে রাখতে আমি কাজ করবো ।