1. admin@bbcnews24.news : admin :
রাজধানীর ১৪ আসনে মিরপুরের ঐতিহ্য রক্ষায় দেলোয়ার হোসেনের বিকল্প নাই - BBC NEWS 24
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে গণতন্ত্রী পার্টির নয়া কমিটি গঠন শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু বয়েজ ক্লাব ভালুকা ১-০ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি  শেরপুরে জেলা জজ কোর্টের সামনে বিবাদীদের ছুরিকাঘাতে বাদী আহত শেরপুরে লক্ষাধিক টাকার ফেন্সিডিল পাঁচারকালে দুই মাদক কারবারি গ্রেপ্তার কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত নান্দাইলে ৫টি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

রাজধানীর ১৪ আসনে মিরপুরের ঐতিহ্য রক্ষায় দেলোয়ার হোসেনের বিকল্প নাই

বিবিসি নিউজ ২৪ ডেস্ক
  • সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২০৭ বার পঠিত

ইজাজুলঃ বৃহত্তর মিরপুর থানা আওয়ামীলীগের সাবেগ সভাপতি একে এম দেলোয়ার হোসেন একজন অভিজ্ঞ ও দুর্সময়ে সফল নেতৃত্ব হিবে এ আসনে তার বিকল্প কেউ নেই।

রাজধানীর ১৪ আসনের উপ নির্বাচনে রাজনৈতিক ও সামাজিক গ্রহনযোগ্যতায় সবচেয়ে এগিয়ে আছেন। ঢাকা উত্তর মহানগর এর ঐতিহ্যবাহী মিরপুর এলাকা।
ঢাকা ১৪আসনের এমপি আসলামুল হকের মৃত্যুতে আসনটি খালি হয়ে যাওয়ায় বর্তমানে আসনটিতে উপ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মিরপুর থানা, দারুস সালাম, শাহ আলী, রূপনগরের আংশিক এবং সাভারে আংশিক যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ ৮ ৯ ১০ ১১ও ১২ নং ওয়ার্ড এবং কাউন্দিয়া ইউনিয়ন এর কিছু অংশের মোট ৪লাখ ৬হাজার ৫৩৪ ভোটারের সমন্বয়ে এ আসনটি গঠিত। মিরপুরের ঐতিহ্যবাহী আসনটিতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এ আসনটি গুরুত্বপূর্ণ একটি আসন। আসলে রয়েছে গাবতলীর বৃহত্তর গরুর হাট, বালুরঘাট,শাহ আলী মাজার, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। আর প্রতিটি থানাই আবাসিক- বানিজ্যিক, ওয়ার্ড, ইউনিট ও পাড়া-মহল্লায় বসবাসরত নাগরিক বৃন্দ তাদের নগর সুবিধা নিশ্চিত করণে একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বের সুচিন্তিত সংসদ বাস্তবায়নের সপ্ন দেখছেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পরে এই আসনটিতে একদিকে যেমন শোকের ছায়া নেমে আসেছে এবং সেই সাথে শূন্য আসনটিতে উপনির্বাচনের হাওয়াও বইতে শুরু করেছে।

এলাকার পথে প্রান্তরে, রাজনৈতিক অঙ্গনে এমনকি জনমনেও আলোচনার শেষ নাই। আওয়ামীলীগের দীর্ঘ সময় একটানা ক্ষমতা থাকায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাকার্য পরিকল্পনা বাস্তবায়ন ও সেই সাথে পরিচ্ছন্ন রাজনৈতিক অঙ্গন সৃষ্টিতে আওয়ামীলীগের নীতিনির্ধারকেরা ইতিমধ্যেই নিয়েছেন কঠোর অবস্থান।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাই হল ক্লিন ইমেজের ত্যাগিনেতাদের মূল্যায়ন করে আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলা করা। সেই ক্ষেত্রে মিরপুর ১৪ আসনের উন্নয়ন ধারাকে তরান্বিত করতে এখানকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একেএম দেলোয়ার হোসেন এর কোন বিকল্পনাই বলে মনেকরছে এলাকাবাসী।

সাবেক কমিশনার ও বৃহত্তর মিরপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন একদিকে যেমন জনপ্রতিনিধীত্বের অতীত অভিজ্ঞতা ও অনদিকে দীর্ঘ রাজনৈতিক জীবনে দুঃসময়ে বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতা সবমিলিয়ে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে একক গ্রহনযোগ্যতার কোমতিনেই। এ আসনের স্থায়ী বাসিন্দাগন ছাড়াও গাবতলী মাঝার রোড বা টেকনিক্যাল রোড দিয়ে হাজারও মানুষের বিচরন।

নম্র ভদ্র ও সাদামনের মানুষ দেলোয়ার হোসেনকে নগরবাসী অনেক ভালোবাসে সে প্রমান মিলিছে অনেক আগে। এলাকার পরিবেশ ব্যাবসাবান্ধব ও সুশৃঙ্খল রাখতে দেলোয়ার কমিশনার সফল অভিজ্ঞতা দেখিয়েছেন তথকালীন সময় তার কমিশনার নির্বাচন জয়ে এবং অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালনের মধ্যদিয়ে।

১৪ আসনে আওয়ামীলীগের সিনিয়র নেতৃত্ব এমপি প্রার্থী দেলোয়ার কমিশনার বলেন, ঢাকা ১৪ আসন আগের যে কোন সময়ের তুলনায় এখন আরও বেশী শক্তিশালী এ আসনে অনেকেই মনোনয়ন পেতে ইতিমধ্যেই প্রচার প্রচারনা চালাচ্ছে। এসকল নেতৃবৃন্দ কেউ আমার ছোট ভাই কেউ আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকলের জন্য আমার মুজীবীয় শুভেচ্ছা ও শুভকামনা। আমরা মূলত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে এক সাথে ঢাকা ১৪ গড়তে কাজ করবো সেই ক্ষেত্রে নেত্রী যাকে সিলেক্ট করবে তাকেই আমরা জয়ী করবো।

তো সেই আলোকে যদি এ আসনে নৌকার হালধরার দ্বায়িত্ব আমি পাই তাহলে এলাকার শুধু নেতৃবৃন্দইনয়, এখানকার মাটি ও মানুষের ব্যাপক সহয়োগিতা পাবো। এলাকার মাটি ও মানুষের ভালোবাসার প্রতি আমার অগাৎ বিশ্বাস। একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের মধ্যদিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে পূনরায় জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী জনতার আসন উপহার দিবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ বিবিসি নিউজ ২৪
Theme Customized BY Shakil IT Park