শুভাশীষ দাশ,প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃ প্রানঘাতি করোনার প্রভাবে কর্মহীন প্রান্তিক জনপদের মানুষগুলোর পাশ্বে সাহায্যের হাত বাড়িয়ে ইফতার সামগ্রী উপহার নিয়ে এগিয়ে এসেছে পার্বত্য মন্তনালয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান
মংশেপ্রু চৌধুরী রামগড় উপজেলার দুই ইউনিয়নে
চারশত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
বুধবার (১২ মে) সকালে রামগড় উপজেলার পাতাছড়ায় ইউনিয়ন পরিষদ , ও রামগড় সদর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে চারশত হতদরিদ্র মানুষের মাঝে কেভিড-১৯ মহামারী উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার বিতরন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু।
এসময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, জেলাপরিষদ সদস্য হিরন্জয় ত্রিপুরা,মেমং মারমা,পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম মজুমদার, রামগড় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজি নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম কামাল, প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রামগড় মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩০ জন দুঃস্হ মানুষকে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু।