নানিয়ারচর প্রতিনিধিঃ ২০২০ সালে ১২মে এই দিনে দুর্জয়,তাপস,সোহেল,অন্তু,সৌরভ,রাসেল,বৌদিলারমা ও অরক্ষিত এই ৮ জন তরুনের হাত দৌড়ে গঠিত হয় “রূপের রাণী নানিয়ারচর”(রাঙ্গামাটি)। ফেসবুক গ্রুপ টি তাদের লক্ষ হচ্ছে এই নানিয়ারচরের সৌন্দর্য্যকে সবার মাঝে তুলে ধরা ও নানিয়ারচর সম্পর্কে অজানা কে জানার।
আজ (বুধবার) ১ম বর্ষ পূর্তি উপলক্ষে গ্রুপের কিছু মেম্বার্স নিয়ে তারা সিমিত আকারে কেক কেটে দিনটি উদযাপন করে।
এই সময় রূপের রাণী নানিয়ারচর (রাঙ্গামাটি) টিম জানান নানিয়ারচরে এখনো অনেক অনেক সৌন্দর্য্যময় জায়গা আছে যা এখনো অনেকেই যানে না ঐ সৌন্দর্য্যময় জায়গা গুলো সবার মাঝে তুলে ধরবে বলে জানান রূপের রাণী নানিয়ারচর (রাঙ্গামাটি) টিম।