কে এইচ মহসিন বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত চন্দ্র বানু (৪৩) পিতাঃ মৃত হাসান শরীফের কন্যা। চন্দ্র বানু আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান পাড়ার বাসিন্দা।
সাধু মিয়ার রাবার বাগান সংলগ্ন এলাকায় তাহার খামার ঘর থাকায় গরু চড়ানোর জন্য সে প্রতিনিয়ত সেখানে যায়। প্রতিদিনের ন্যায় রোববার (২৩ মে) প্রবল বর্ষা ও বর্জ্রপাতের সময় বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকায় নিজ বাড়িতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পরিদর্শণে যায় আজিজনগর পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান। প্রাথমিক সুরতহাল শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানি ও মৃত ব্যক্তির নিকট আত্নীয় স্ব- জনের সাথে কথা বলে লাশ তাদের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ ওয়ার্ড মেম্বার এমডি রোকন ও ৪ নং আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন- আমার কাছে রাতেই মুটোফোনে রোকন মেম্বার বিষয়টি জানান, ভারি বর্ষণ ও প্রচুর বর্জ্রপাতের বিকট শব্দে আমি বিস্মৃতপ্রায়। ক্যাম্প ইন্সপেক্টর কে অবহিত করা হয়েছে।
নিহতের পরিবারকে লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। মৃত চন্দ্র বান মৃত কালে ২ মেয়ে ১ ছেলে রেখে যান।