ফরহাদুজ্জামান,নাটোর জেলা প্রতিনিধিঃ বহুল আলোচিত নাটোরের লালপুর উপজেলার বিলশলিয়া এলাকায় সরকারি এক কর্মকর্তা ও তার পরিবার কর্তৃক সরকারি খাস জমি দখল ও পানি প্রবাহের ব্রীজ সংলগ্ন স্থানে খননকৃত পুকুর ভরাটের নির্দেশ দিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল ইসলাম।
বুধবার ০৫ মে বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, উপজেলা সর্বেয়ার শাজাহান আলী।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আমরা উপজেলা সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে খননকৃত পুকুরের মধ্যে সরকারি খাস জায়গা পেয়েছি।সরকারি জায়গায়অবৈধ ভাবে খননকৃত পুকুর এস্কেবেটর ( ভেকু) দ্বারা ভরাট করে দেয়া হবে।
তিনি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত থেকে পুকুর ভরাট করার নির্দেশ দেন।
৬ মে বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার উপস্থিত থেকে পুকুর ভরাটের কাজ শুরু করেন।
উল্লেখ্য রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ লিংকন,তার পিতা ও ভাই উপজেলার ওই এলাকায় ব্রীজের সামনে ও সরকারি খাস জায়গা দখল করে পুকুর খনন করেন।
এ বিষয়ে বিগত বেশ কিছু দিন ধরে দেশের বিভন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রচারিত হয়, এতে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
এছাড়া গত মঙ্গলবার ৪ মে উক্ত পুকুর ভরাট করতে মানববন্ধন করে শত-শত স্থানীয় কৃষকরা।