মোঃ রুবেল মিয়াঃ ব্যুরো চিফ ময়মনসিংহঃ বইছে শৈত্য প্রবাহ। শীতে কাঁপছে দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছেন সারা দেশের মানুষ। অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই।বিগত কয়েকদিন ধরে জামালপুরের ইসলামপুর উপজেলায় বইছে শৈতপ্রবাহ। শীতের তীব্রতা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে । প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না সাধারন কর্মক্ষম মানুষ। চরম বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো। হাড় কাঁপানো শীতে জুবুথুবু খাচ্ছে শিশু ও বৃদ্ধরা। উষ্ণতা পেতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে। ঘন কুয়াশার কারনে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে দুরপাল্লার গাড়ি গুলো। দেখা মিলছে না সূর্যের।কনকনে শীত উপেক্ষা করে স্থানীয় সচেতন ব্যক্তির মাধ্যমে প্রতন্ত্য চরাঞ্চালের মানুষদের খুজ খবর নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গনমাধ্যম কর্মীর সহায়তায় প্রতিবন্ধি,বৃদ্ধ,অসহায় ও বিধবা মহিলাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারের কম্বল পাঠিয়ে দেন ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানবিক অফিসার মেহেদী হাসান (টিটু),
মেহেদী হাসান টিটু বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দের পাশাপাশি আমরা চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় সচেতন ব্যক্তিদের সহায়তায় শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে এ কম্বল বিতরণ করা করেছি । ইতোমধ্যে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। চরপুটিমারি ইউনিয়ের উপকার ভোগী রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ একটা শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নাই, এই শীতে প্রধানমন্ত্রীর কম্বল পেয়ে আমি অনেক খুশি, চরগোয়ালিনী ইউনিয়নের প্রতিবন্ধি নারি বানেছা বলেন, পিআইও স্যারের মাধ্যেমে আমি একটা কম্বল পাইছি আমি প্রধানমন্ত্রী ও পিআইও স্যারকে অনেক দোয়া করি তারা যেন আমার মতো অসহায় মানুষের পাশে থাকে। চরপুটিমারি ইউনিয়নের ৯নং ওযার্ডের মেম্বার জামাল বলেন, পিআইও স্যার আমাদের মাধ্যমে গ্রামের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কম্বল বিতরণ করায় এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডারের কম্বল পেয়ে উপকার ভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য গত ৫/১/২৩ ইং, তারিখ থেকে পর্যায়ক্রমে কম্বল বিতরণ চলমাম রয়েছে।