ডেস্ক নিউজ: শেরপুর সদর উপজেলার ১০ নং চরপক্ষীমারি ইউনিয়নের পোড়া-দোকান এলাকায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীন মানুষের প্রিয় হাডুডু খেলা।
উক্ত হাডুডু খেলা কমিটির মাধ্যমে পরিচালিত হবে, এ খেলা বিভিন্ন এলাকার খেলোয়ার দল অংশগ্রহন করতে পারবেন৷
খেলায় সর্বস্থরের সহযোগিতার সুযোগ থাকবে, খেলায় যে খেলোয়ার দল অংশগ্রহণ করাতে ইচ্ছুক তাদের ফরম সংগ্রহের অনুরোধ জানিয়েন কমিটির সদস্যরা।
যে সকল খেলোয়ার দল অংশ গ্রহন করা ইচ্ছুক তাহারা যোগাযোগ করুন।
মোঃ রিয়াদুল ইসলাম (রাব্বানী)
মোবাইল: ০১৭১৫-১৩২৯৪৭
শাহিনুর ইসলাম (শাহিন) রহমান:
মোবাইল: ০১৯২৯০১৭৭১৪
বি:দ্র: হাডুডু খেলা আগামীকাল ১৬ আগষ্ট রোজ বুধবার থেকে শুরু হবে।