স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার আওতাধীন সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের বিলভরাট নিজ বাড়িতে গরীব, অসহায় ও শীতার্ত ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন শেরপুর-৩, ( শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের সাবেক এম পি মরহুম এম এ বারী সাহেবের পুত্র আওয়ামী লীগ নেতা মোহসিনুল হক বারী রুমী।
গতকাল ২৪ শে জানুয়ারি মঙ্গলবার, রানীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শফিউদ্দিন চিনির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল হক রিপন ও সাবেক উপ-দপ্তর সম্পাদক জুয়েল রানা, রানীশিমূল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর হোসেন, রানীশিমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম, তাতীহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসডি সোহেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মরহুম এম এ বারীর পুত্র শেরপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মোহসিনুল হক বারী রুমীর ব্যক্তিগত তহবিল থেকে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলায় কম্বল বিতরণ করা হয়।